
মঙ্গলবার ০৬ মে ২০২৫
ঠিকমতো সমঝোতা হলে মধ্যপ্রদেশের ফলাফল অন্য হতো। দাবি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের। পাঁচ নির্বাচনের ফল আগামী দিনে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করবে। জনতা পরিবর্তন চায়। আশাবাদী অখিলেশ। মধ্যপ্রদেশ নির্বাচনে বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন তুলে বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চলের চার আসনে একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি।